Entries by Kamrujaman Shohel

আমি তাদেরকেও পরীক্ষা করেছি, যারা তাদের পূর্বে ছিল।

সুরা আনকাবুত এর ছোট্ট দুটি আয়াত কিন্তু আমাদের জন্যে ভাবনার অনেক কিছুই আছে | বিশেষ করে যারা অনেক সহজেই এবং সস্তায় নিজেকে ঈমানদার ভাবেন এবং আত্মবিশ্বাসের ঢেকুর তোলেন | — أَحَسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ – 29:2 — মানুষ কি মনে করে যে, তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে, […]

আল্লাহ ও তার রাসুল ﷺ এর বিধানকে যারা অবজ্ঞা করেছে, কুরআন এবং সুন্নাহ কে যারা অবজ্ঞা করেছে কিংবা উপেক্ষা করেছে তারা নিজেরাই চরম অবজ্ঞার মধ্যে পড়ে গেছে

একজন ভাইকে কোন এক কারণে জিজ্ঞাসা করা হল আপনার প্রিয় ব্যাক্তি কে? টকাস করেই তার উত্তর প্রফেট মুহাম্মাদ (সাঃ) | উত্তরটি শুনতেই আমি আমার ঘাড়টি একটু সামনের দিকে ঝুঁকিয়ে চোখ দুটো স্থির করে ভ্রু গুলো কুঁচকে খুবই মনোযোগ দিয়ে লোকটির মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে ফেললাম কিন্তু তার শরীরের কোথাও এমন কোন নিদর্শন দেখতে […]

আল্লাহ বলছেন “আমি যদি কোরআনকে পর্বতের উপর অবতীর্ণ করতাম এবং তাকে চিন্তা অনুভূতি দিতাম তাহলে ওটাও ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত”

সুরা হাশরের শেষ সাতটি আয়াত (১৮-২৪) আমার খুবই প্রিয় আয়াত গুলির মধ্যে কয়টি এবং আল্লাহর রহমতে অভ্যাসটা এমন হয়ে গেছে যে মনের অজান্তেই দিনে অন্তত কয়েকবার এই আয়াত গুলো তেলাওয়াত করেই থাকি | এই আয়াত গুলো আমার ঈমান আমলের ক্ষেত্রে অনেক শক্তি এবং উৎসাহ যোগায় | বিশেষ করে ২১ নাম্বার আয়াতটি যখন আমি তেলাওয়াত করি […]

তিনি ওই কমিউনিটি সেন্টার এর গেইটে বসেই ভিক্ষা করতেন

আজকে জুম্মা’র নামায এর পূর্বে মসজিদ এর ইমাম সাহেব বলছিল যে, আমাদের বাসার পাশে কমিউনিটি সেন্টার এ একজন লোক থাকতেন তিনি ওই কমিউনিটি সেন্টার এর গেইটে বসেই ভিক্ষা করতেন | ওই লোকটা মারা গেছেন | এই জন্যে আমাদের এলাকার ছেলেরা নিজেরা টাকা পয়সা সংগ্রহ করে ওই লোকটার নামে মসজিদ এবং মাদ্রাসাই দান করে দিয়েছ | […]

আজকে “ফজর” এর নামায পড়েছেন কি ?

আজ কুরবানীর ঈদ | লাখ লাখ মুসলমান আজকে মহান আল্লাহ ﷻ তায়ালার ইচ্ছায় আল্লাহ ﷻ তায়ালার সন্তুষ্টির জন্যে পশু কুরবানী করবেন | যারা আজকে পশু কুরবানী করবেন অথবা করেছেন তাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন আজকে “ফজর” এর নামায পড়েছেন কি ? যদি পড়ে থাকেন প্রশ্ন টা অবশ্যই আপানার জন্যে নয় | যারা নামায পড়েননি তাদের […]

প্রতিটি লাইনের সাথে সাথে নিজের ভিতরে একটু একটু করে পরিবর্তন আশা শুরু করলো

কোরআন আগেও পড়েছি কিন্তু যেদিন থেকে কোরআন এর অর্থ সহ বুঝে পড়াশোনা শুরু করলাম সেদিন থেকে প্রতিটি লাইনের সাথে সাথে নিজের ভিতরে একটু একটু করে পরিবর্তন আশা শুরু করলো | একটা একটা করে জট খোলা শুরু করলো | যেদিন সম্পূর্ণ ৩০ পারা কোরআন অর্থ সহ বুঝে পড়াশোনা শেষ করলাম সেদিন বুঝতে পারলাম এতদিন শিক্ষিত থাকলেও […]

আল্লাহ আপনাকে সময় দিবেন কিনা কোনও গ্যারান্টি নেই |

কিছুদিন আগে পর্যন্ত ও আমি উত্তরাধিকার সূত্রে পাওয়া, জন্ম সূত্রে পাওয়া, নামে মুসলমান কিন্তু কাজ কর্মে মুসলমান না এমনি একজন মুসলমান ছিলাম | ৩১ বছর চলে গেছে কিন্তু পাঁচ ওয়াক্ত নামায ঠিক মত পড়িনি | প্রত্যেক মুসলমান কে অবশ্যই দৈনিক পাঁচ ওয়াক্ত নামায আদায় করতে হবেই কিন্তু আমি কখনও পড়েছি কখনও আবার পড়িনি | আজকে […]

CSS Differences in Internet Explorer 6, 7 and 8

Selectors & Inheritance Child Selectors Example body>p { color: #fff; } Description The child selector selects all elements that are immediate children of a specified parent element. In the example above, body is the parent, and p is the child. Support IE6 No IE7 Yes IE8 Yes Bugs In IE7, the child selector will not work if […]