তিনি ওই কমিউনিটি সেন্টার এর গেইটে বসেই ভিক্ষা করতেন

আজকে জুম্মা’র নামায এর পূর্বে মসজিদ এর ইমাম সাহেব বলছিল যে, আমাদের বাসার পাশে কমিউনিটি সেন্টার এ একজন লোক থাকতেন তিনি ওই কমিউনিটি সেন্টার এর গেইটে বসেই ভিক্ষা করতেন | ওই লোকটা মারা গেছেন | এই জন্যে আমাদের এলাকার ছেলেরা নিজেরা টাকা পয়সা সংগ্রহ করে ওই লোকটার নামে মসজিদ এবং মাদ্রাসাই দান করে দিয়েছ | কথাটা শুনে মন থেকে শুধু দোয়াই আসলো | মন থেকে দোয়া করলাম “আল্লাহ যে ছেলে গুলো কাজটি করলো তাদের কে তুমি তোমার হেদায়তের পথে রাখো | তাদের ও তাদের বাবা মা কে ক্ষমা করো এবং উত্তম প্রতিদান দান করো | আর যে লোকটি অত্যন্ত গরীব অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলো তাকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো |”

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *