আল্লাহ ও তার রাসুল ﷺ এর বিধানকে যারা অবজ্ঞা করেছে, কুরআন এবং সুন্নাহ কে যারা অবজ্ঞা করেছে কিংবা উপেক্ষা করেছে তারা নিজেরাই চরম অবজ্ঞার মধ্যে পড়ে গেছে
একজন ভাইকে কোন এক কারণে জিজ্ঞাসা করা হল আপনার প্রিয় ব্যাক্তি কে? টকাস করেই তার উত্তর প্রফেট মুহাম্মাদ (সাঃ) | উত্তরটি শুনতেই আমি আমার ঘাড়টি একটু সামনের দিকে ঝুঁকিয়ে চোখ দুটো স্থির করে ভ্রু গুলো কুঁচকে খুবই মনোযোগ দিয়ে লোকটির মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে ফেললাম কিন্তু তার শরীরের কোথাও এমন কোন নিদর্শন দেখতে পেলাম না বা তার আচার আচারণে এমন কিছুই পেলাম না যাতে বোঝা যায় তার প্রিয় ব্যাক্তিটি আসলেই রাসুল ﷺ | দেখতে পেলাম লোকটি বেশ স্মার্ট | লোকটির চুলে স্পাইক কাট, কানে দুল, হাতে ব্রেসলেট, কোমরে প্যান্ট এমন জায়গায় পরেছে যে কোন হাত একটু উঁচু করলেই পেছনের আপত্তিকর অংশ বেরিয়ে যাচ্ছে আর সর্বশেষে প্যান্টটা তো ঠিক ফ্লোর ছুঁয়ে যাচ্ছে যাচ্ছে অবস্থা | ভাবলাম আমরা মানুষ কত বড়ই না মুনাফেক | আমাদের কথার সাথে কাজের কতই অমিল | এরাইতো ফাসেক |
—
আপনি হয়ত বলবেন আমার কি মাথা খারাপ কি আবোল তাবোল কথা বলছি | একজন ফ্যাশান সচেতন লোকের প্রিয় ব্যাক্তি কি রাসুল ﷺ হতে পারে না ? এটা কেমন কথা ?
—
জী আপনি ঠিকই বলেছেন | কিন্তু আপনি কি ধর্মকে নিজের গ্যাঁজেট পেয়েছেন? ধর্ম কি আপনার পকেটে নিয়ে ঘুরে বেড়ানো জিনিস ? মানুষকে কি বোকা পেয়েছেন ? রাসুল ﷺ কি এতোই সস্তা আপনার কাছে?
—
সামান্য খেলা নিয়ে উন্মাদ হয়ে আপনি প্রিয় দলের পতাকা দিয়ে বাড়ি গাড়ী সব ঢেকে ফেলেছেন | বৌ ছেলে মেয়ে পরিবার শুদ্ধ সবাই প্রিয় খেলোয়াড়ের জার্সি গায়ে জড়িয়ে খেলা দেখতে বসে যাচ্ছেন | ঘরে বাইয়ে সব জায়গায় বিচরণ করেছেন প্রিয় দলের বা প্রিয় খেলোয়াড়ের জার্সি পরেই | এমনকি আপনার চুলটাও কেটেছেন প্রিয় খেলোয়াড়ের মত করেই | অথচ রাসুল ﷺ আপনার প্রিয় ব্যাক্তি কিন্তু আপনার আপাদমস্তক কোথাও এমন একটি নিদর্শন ও দেখা যায় না যাতে বোঝা যায় রাসুল ﷺ আসলেই আপনার প্রিয় ব্যাক্তি সেটা কি করে হয় ?
—
ভালবাসা বাসি করে কেউ কেউ তার জীবন পর্যন্ত বাজি রাখছেন আর রাসুল ﷺ কে আপনি এতোই ভালবাসেন যে তাকে ভালবেসে তার একটি সুন্নাহও আপনি আঁকড়ে ধরতে পারলেন না অথচ বলছেন প্রিয় ব্যাক্তি প্রফেট মুহাম্মাদ (সাঃ) |
—
এত গেলো এক ভাইয়ের কথা | একদিন এক বোন মিডিয়া তে সাক্ষাৎকার দিচ্ছেন তাকেও জিজ্ঞাসা করা হল আপনার প্রিয় ব্যাক্তি কে? টুক করেই তারও উত্তর প্রফেট মুহাম্মাদ (সাঃ) | আমিতো মুচকি হাসি আর ভাবি হায়রে মানুষ একটু লোক দেখানো ভাল মানুষ সাজার জন্যে আরও কত কিছুই না আমরা করতে পারি | যেহেতু তিনি একজন বোন ছিলেন তাই তার পোশাক ও সাজগোজের বর্ণনা নাই দিলাম |
—
সমাজে নিজের ধর্মীয় অনুভূতি এবং ধর্মীয় স্ট্যাটাস একধাপ উপরে উঠানোর জন্যে আল্লাহ এবং তার রাসুল ﷺ কে নিয়েও আমাদের মধ্যে ধোঁকাবাজির কমতি নেই | আর তাইতো পচে গেছে সমাজ পচে যাচ্ছে মানুষ | চারিদিকে শুধু ভেজাল আর ভেজাল | আপনি আশা করেনই বা কি করে যে, আল্লাহ ও তার রাসুলের বিধানকে যারা অবজ্ঞা করে কুরআন সুন্নাহ কে নিয়ে যারা অবজ্ঞা করে হোক তারা আপনার পিতা মাতা, আপনার স্ত্রী কিংবা আপনার সন্তান তারা যে আপনার ও আপনার সমাজের সাথে ধোঁকাবাজি করবেন না তার কোন গ্যারান্টি নেই | আমরা যদি একটু গবেষণা করি অবশ্যই প্রমাণ হবেই যে, আল্লাহ ও তার রাসুল ﷺ এর বিধানকে যারা অবজ্ঞা করেছে, কুরআন এবং সুন্নাহ কে যারা অবজ্ঞা করেছে কিংবা উপেক্ষা করেছে তারা নিজেরাই চরম অবজ্ঞার মধ্যে পড়ে গেছে |
—
মহান আল্লাহ তায়ালা আমাদের সকলে কুরআন এবং সুন্নাহ কে শক্ত করে আঁকড়ে ধরার তৌফিক দান করুক | নিজে নিরাপদে থাকি এবং নিজের পরিবারের সদস্যদেরকেও নিরাপদ রাখি |
—————–
জাজাকুমুল্লাহ খাইরান
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!