আমি তাদেরকেও পরীক্ষা করেছি, যারা তাদের পূর্বে ছিল।
সুরা আনকাবুত এর ছোট্ট দুটি আয়াত কিন্তু আমাদের জন্যে ভাবনার অনেক কিছুই আছে | বিশেষ করে যারা অনেক সহজেই এবং সস্তায় নিজেকে ঈমানদার ভাবেন এবং আত্মবিশ্বাসের ঢেকুর তোলেন |
—
أَحَسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ – 29:2
—
মানুষ কি মনে করে যে, তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে, আমরা বিশ্বাস করি (অর্থাৎ আমরা ঈমান এনেছি) এবং তাদেরকে পরীক্ষা করা হবে না?
—
وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ ۖ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ – 29:3
—
আমি তাদেরকেও পরীক্ষা করেছি, যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন মিথ্যুকদেরকে।
—
এই আয়াত দুটি থেকে আমাদের শিক্ষাঃ
——————————-
১। শুধু মুখে মুখে আমার ঈমান আছে, আমি ঈমান এনেছি অথবা আমি ঈমানদার এই কথার কোন মূল্যই নেই ।
২। এই কথা ভাবার কোন সুযোগই নেই যে “আমাদের তো ঈমান আছে তাই আমাদের কে আল্লাহ পরীক্ষা করবেন না” |
৩। আল্লাহ অবশ্যই পরীক্ষার মাধ্যমে খাঁটি ঈমানদার বাছাই করেই নিবেন।
৪। পূর্বেকার সকল নবী-রাসূল এবং তাঁদের উম্মতদেরও পরীক্ষা করা হয়েছিল।
৫। সর্বোপরি আল্লাহ অবশ্যই প্রত্যেকেই পরীক্ষা করে বাছাই করে নিবেন যে কে সত্যবাদী অর্থাৎ কে আসলেই ঈমানদার আর কে মিথ্যাবাদী |
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!