আজকে “ফজর” এর নামায পড়েছেন কি ?
আজ কুরবানীর ঈদ | লাখ লাখ মুসলমান আজকে মহান আল্লাহ ﷻ তায়ালার ইচ্ছায় আল্লাহ ﷻ তায়ালার সন্তুষ্টির জন্যে পশু কুরবানী করবেন | যারা আজকে পশু কুরবানী করবেন অথবা করেছেন তাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন আজকে “ফজর” এর নামায পড়েছেন কি ? যদি পড়ে থাকেন প্রশ্ন টা অবশ্যই আপানার জন্যে নয় | যারা নামায পড়েননি তাদের কে আরেকটা প্রশ্ন | আপনি কি আসলেই মহান আল্লাহ ﷻ তায়ালার সন্তুষ্টির জন্যে কুরবানী করবেন অথবা করেছেন ? নামায আল্লাহ ﷻ তায়ালা প্রদত্ত ফরজ একটি বিধান | তাই, নামায আদায় না করে আপনি আজকে কুরবানী করবেন অথবা করেছেন কিন্তু একটি বারও কি আপনি চিন্তা করেছেন যে, আপনি নামায আদায় করেনি কিন্তু কুরবানী দিচ্ছেন তাহলে আসলেই কি এটাতে আল্লাহ ﷻ তায়ালা সন্তুষ্ট হবেন কিনা ? আল্লাহ ﷻ তায়ালা আপনার কুরবানী গ্রহণ করবেন কিনা ? অথচ এই কুরবানী করার জন্যে এই কয়েকটা দিন কত কঠিন পরিশ্রমটাই না আপনি করলেন | নামায আল্লাহ ﷻ তায়ালা প্রদত্ত ফরজ একটি বিধান আর সেই ফরজ ছেড়ে দিয়ে আপনি কুরবানী দিচ্ছেন আর বলছেন, ভাবছেন আল্লাহ ﷻ তায়ালার সন্তুষ্টির জন্যে কুরবানী | আসলেই কি তাই ? | দুঃখিত আপনাকে কষ্ট দিতে চাই না কিন্তু না বলেও পারছি না আপনি শিক্ষিত, বুদ্ধি সম্পন্ন মুসলমান হয়েও কিভাবে এতোটা বোকা হতে পারেন | আল্লাহ ﷻ তায়ালা আমাদের সবাইকে বোঝার ও সঠিক কাজ করার তৌফিক দান করুক এবং আসলেই আল্লাহ ﷻ তায়ালার সন্তুষ্টির জন্যে সকল কাজ করবার তৌফিক দান করুক | আমীন |
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!